English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৯:৪০

বিএসটিআইয়ের অস্থায়ী কার্যক্রম করবে দুই জেলায়

নিজস্ব প্রতিবেদক
বিএসটিআইয়ের অস্থায়ী কার্যক্রম করবে দুই জেলায়

 দুই সদর জেলায় অস্থায়ী মান নিয়ন্ত্রণ ও পরীক্ষণ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডর্স এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এই জেলা দুটি হল- রংপুর ও কুমিল্লা।

শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে বিএসটিআইয়ের কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত ৩০তম কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রাথমিকভাবে রংপুর ও কুমিল্লা জেলায় শুরুতে বাসা ভাড়া নিয়ে এ কার্যক্রম চালু হবে। পরবর্তীতে জেলা পর্যায়ে বিএসটিআইয়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন অফিস-কাম-ল্যাবরেটরি স্থাপন শেষ হলে, নিজস্ব ভবনে জেলা দুটিতে বিএসটিআইয়ের কার্যক্রম শুরু হবে বলে সভায় সিদ্ধান্ত হয়।

এ ছাড়া সভায় দেশব্যাপী বিএসটিআইয়ের মাধ্যমে পণ্য ও সেবার মান নিয়ন্ত্রণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বিএসটিআইকে আরও আধুনিক ও শক্তিশালী করতে চলমান উন্নয়ন কর্মসূচি, জনবল বৃদ্ধি, নতুন প্রকল্প গ্রহণসহ অন্যান্য বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্য ও ভোগ্যপণ্যের গুণগতমান সুরক্ষায় দেশব্যাপী বিএসটিআইয়ের অভিযান জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযানের স্বচ্ছতা নিশ্চিত করতে মোবাইল কোর্ট টিমে বিএসটিআই ছাড়াও কাউন্সিলের সদস্যভুক্ত মন্ত্রণালয়/সংস্থার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুষেণ চন্দ্র দাস, বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হকসহ শিল্প, মৎস্য ও প্রাণিসম্পদ, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, বাণিজ্য, জ্বালানি ও খনিজ সম্পদ, স্বরাষ্ট্র, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধান তথ্য কর্মকর্তা, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, অর্থ বিভাগ, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রফতানি নিয়ন্ত্রক, ইপিবি এবং ডিসিসিআই, বিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।