English Version
আপডেট : ২৬ জানুয়ারি, ২০১৬ ১৯:২০

নতুন শুল্কনীতিতে ব্যবসায়ীদের মতামত চেয়েছেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নতুন শুল্কনীতিতে ব্যবসায়ীদের মতামত চেয়েছেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, মে মাসে নতুন শুল্কনীতি পাসের জন্য জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এজন্য বর্তমান শুল্কনীতিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন সে বিষয়ে ব্যবসায়ীদের মতামত চেয়েছেন মন্ত্রী।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত মঙ্গলবার এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

অর্থমন্ত্রী শুল্কনীতিতে পরিবর্তনের বিষয়ে ব্যবসায়ীদের মতামত চেয়ে বলেন, ‘আপনারা (ব্যবসায়ী) এখন থেকেই আপনাদের পরামর্শগুলো দেন। এ পরামর্শগুলো অর্থ মন্ত্রণালয়, এনবিআরসহ বিভিন্ন দফতরে পাঠান।’

এসময়ে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমাদ বলেন, বর্তমানে ব্যবসায়ীদের দুটি বিষয় ক্যান্সার হয়ে আছে। এর একটি ৬০ হাজার কোটি টাকা খেলাপি ঋণ। ব্যবসায়ীদের কাছে ব্যাংক এ টাকা পায়। আর একটি হলো ব্যবসায়ীদের কাছে ৩১ হাজার কোটি টাকা পাবে এনবিআর।

সভাপতি আরও বলেন, কন্টেইনারের মধ্যে দেখা যায় হামার গাড়ি। অথচ ডিক্লেয়ার দেওয়া হয় অন্য পণ্যের। ব্যবসায়ীদের এ ধরনের প্রতারণার মাধ্যমে পণ্য আনা খুবই লজ্জাজনক।

এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য রাখেন- বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. আব্দুর রাজ্জাক, এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদ প্রমুখ।