English Version
আপডেট : ২৫ জানুয়ারি, ২০১৬ ১৭:০৩

খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়াকে ধন্যবাদ জানালেন অর্থমন্ত্রী

গত এক বছর দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি না করার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আজকে আমার একটি বিশেষ দিন। এ দিন উপলক্ষে খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বলেন, গত এক বছর কোনো জ্বালাও-পোড়াও না হওয়ায় দেশের অর্থনীতিতে গতির সঞ্চার হয়েছে। আমি আশা করি, এবার আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জিত হবে।’

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে নিজ দপ্তরে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও ভালোবাসায় আপ্লুত হন মন্ত্রী। এ সময় কয়েকজন সাংবাদিকও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তাকে।

জন্মদিনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘৮৩তম জন্মদিনে এসে ভালো লাগছে এই বেঁচে থাকা। কাজের মধ্যে, কাজের ভেতরে থাকতে ভীষণ ভালো লাগে। রোগ বালাই, কষ্ট কোনো কিছু নাই।’

জীবনের এতটা পথ পাড়ি দেওয়ার পর ‘আপনার প্রধানতম দুঃখ কী’ জানতে চাইলে মুহিত প্রথমে বলেন, ‘কোনো দুঃখ নেই।’ কিন্তু দুঃখ তো মানুষের থাকেই’ এমন কথার জবাবে তিনি বলেন, ‘দুঃখ থাকে। তবে আমাকে বিমর্ষ করে সে রকম কোনো দুঃখ নেই।’ পরে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার লেখক স্বত্ত্বা নিয়ে একটু দুঃখ আছে।’

‘আপনি তো দেশের মানুষের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু করতে পারেননি– সে জায়গাটাতে তো দুঃখ থাকাটা …’ এমন কথার জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না, এটা নিয়ে দুঃখ নেই। কারণ যা পারি নাই তার চেয়ে কী পারি কী পারলাম– এ পাল্লাটা অনেক বেশি ভারী।’

তিনি বলেন, ‘আর এটা তো জানা কথা- সব স্বপ্ন, সব পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়িত হয় না। পরিকল্পনা যেসব নেওয়া হয়, সেটাকে আমরা অ্যাম্বিশাস বলি। কারণ হয়তো পুরোটা বাস্তবায়িত হবে না।’

লেখক স্বত্ত্বা নিয়ে দুঃখ বোধ থাকা প্রসঙ্গে মুহিত বলেন, ‘আমাদের দেশে একটা কালচার গড়ে উঠেছে যে, লেখালেখিতে যেসব শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা আছেন তারা আমাদের মত লোককে দলে নিতে চান না। তাদের ধারণা- ব্যুরোক্রেটরা এই কাতারে আসার উপযুক্ত নয়।’ তাদের এ ধারণা ‘একেবারেই অগ্রণযোগ্য ও ভুল’ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের চেয়েও ভালো ভালো লেখক রয়েছে, এটা তারা কখনোই স্বীকার করতে চান না।’