English Version
আপডেট : ২৪ জানুয়ারি, ২০১৬ ১১:৫২

বিএমবিএ সভাপতি সায়েদুর, মহাসচিব বাশার

অনলাইন ডেস্ক
বিএমবিএ সভাপতি সায়েদুর, মহাসচিব বাশার

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি হিসেবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক সায়েদুর রহমান নির্বাচিত হয়েছেন। আর মহাসচিব নির্বাচিত হয়েছেন এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ।

লেকশোর হোটেলে শনিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) ২০১৬-১৭ মেয়াদের জন্য তাদের নির্বাচিত করা হয়।

নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ফাস্ট সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেডের সিইও মোস্তফা কামাল ও আইসিবি ক্যাপিটালের সিইও নাসরিন সুলতানা। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন লঙ্কা বাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও খন্দকার কায়েস হাসান।

এছাড়া নতুন কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মোশাররফ হোসেন, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সিটিজেন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা তাহিদ আহমেদ চৌধুরী, এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম সারোয়ার ভুঁইয়া, বিএমএসএল ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ মতিন ও সিএপিএম অ্যাডভাইজারি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম।