English Version
আপডেট : ২১ জানুয়ারি, ২০১৬ ১২:৪৫

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

 

ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বুধবার এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। এ সময় বসুন্ধরা ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পক্ষ থেকে হর্ষবর্ধন শ্রিংলাকে ফুলের শুভেচ্ছা জানান তিনি।

সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগীতার ভিত্তিতে আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।