English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ২০:৪৪

প্রবাসী আয়ে অর্থনীতি সচল

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী আয়ে অর্থনীতি সচল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘প্রবাসী আয় দেশের অর্থনীতিকে সচল রাখছে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সিআইপি কার্ড প্রদান এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  ২০১৪ সালের জন্য এই সিআইপি কার্ড দেওয়া হয়।

মন্ত্রী নুরুল ইসলাম বলে, ২০১৫ সালের প্রবাসী আয় মোট জাতীয় উৎপাদনের প্রায় ১৩ শতাংশ। প্রবাসী বাংলাদেশি এবং প্রবাসী কর্মীদের এ অসামান্য অবদানের বিষয়টি আজ সর্বজন স্বীকৃত।’

এসময়ে অনাবাসী বাংলাদেশি হিসেবে অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে দশজনের হাতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) কার্ড দিয়েছেন মন্ত্রী নুরুল ইসলাম। এই দশজন হলেন- আরব আমিরাত প্রবাসী মাহতাবুর রহমান, অলিউর রহমান, আবুল কালাম, ওমান প্রবাসী কামাল পাশা, শাহজাহান মিয়া, সাজেদা নুর বেগম, ইতালি প্রবাসী মোহাম্মদ ইদ্রিছ, জাহাঙ্গীর মোহাম্মদ হোসেন, ওহিদ মোল্লা ও বাহরাইন প্রবাসী শফি উদ্দিন।