English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৯:০৭

বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ হবে

নিজস্ব প্রতিবেদক
বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ হবে

২১০৬ সালে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

এর অাগে ২০১৭ সালে প্রবৃদ্ধির হার হবে ৩.৬ শতাংশ। কিন্তু গত বছরের অক্টোবর মাসে সংস্থাটি ২০১৬ সালে ৩.৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

আইএমএফ’র প্রতিবেদনে বলা হয়েছে, অর্থনীতিতে এখনও নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারলে বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি তার গতিপথ হারাবে।

আরও বলা হয়েছে, বিশ্ব মন্দার পর এখনও অর্থনীতিতে সংকট রয়েই গেছে। বিশেষ করে উন্নয়নশীল এবং উদিয়মান অর্থনীতির দেশগুলো নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে সবচেয়ে খারাপ পূর্বাভাস দেওয়া হয়েছে ব্রাজিলের ক্ষেত্রে। দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির ৩.৫ শতাংশ সংকোচন হবে। অপরদিকে তেলের দর কমে যাওয়ার কারণে রাশিয়ায় মন্দা দেখা দিতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।