English Version
আপডেট : ১৯ জানুয়ারি, ২০১৬ ১৬:০৯

হিরো বাজারে এনেছে নতুন বাইক

নিজস্ব প্রতিবেদক
হিরো বাজারে এনেছে নতুন বাইক

গ্রাহকদের সেবা দেয়া প্রতিশ্রুতি মোতাবেক হিরো মোটরকর্প বাজারে নিয়ে এলাে নতুন দুই সংস্করণ বাইক। এই দুটি হল- স্পেলেন্ডার প্রো এবং প্যাশন প্রোর

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাইক দু’টির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোসাব্বির আহমেদ ।

ব্যবস্থাপনা পরিচালক জানান, হিরোর নির্দিষ্ট মডেলের বাইকে সাংবাদিকরা পাবেন ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত সাংবাদিকরা এই ছাড়ে মোটরসাইকেল কিনতে পারবেন। নিটল নিলয় গ্রুপ সব সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের স্বার্থে আমরা হিরো বাইকে ৩০ শতাংশ ছাড় দিচ্ছি। শুধু আপনার নয়, আপনাদের পরিচিতজনেরাও এই সুবিধা নিতে পারবেন।

মোটরসাইকেলকে নিরাপদ যান উল্লেখ করে মোসাব্বের আহমেদ বলেন, বাংলাদেশের জন্য উপযোগী হিরোর পণ্যগুলো আমরা নিয়ে এসেছি। হিরোর মোট ১৯টি মডেলের মোটরসাইকেল থাকলেও চাহিদা অনুযায়ী সবচেয়ে উপযোগী পণ্যগুলোই বাজারজাত করা হচ্ছে। এসময় নিটল নিলয় গ্রুপের তেজগাঁও এবং শান্তিনগর বিক্রয় কেন্দ্র থেকে এ সুবিধা গ্রহণের অনুরোধ জানান তিনি।

মিট দ্য প্রেসে বক্তব্য রাখেন হিরো মটোরকম এশিয়া অঞ্চলের প্রধান প্রবীর কুমার সাহা, কান্ট্রি হেড নিলাংশু নন্দী ও হিরোর বাংলােদশি প্রধান সেলস কর্মকর্তা বদরুদ্দোজা।

সংবাদ সম্মেলনে জানানো হয়,  দ্যা নিউ হিরো স্পেলেন্ডার প্রো মোটরসাইকেলটির বর্তমান মূল্য ১ লাখ ৩৩ হাজার ৯৯০ টাকা। বাইকটি পাওয়া যাবে ২টি আকর্ষণীয় ক্যান্ডি ব্লোজিং রেড ও ব্ল্যাক উইথ রেড কালারে। অপর আরেক দ্যা নিউ হিরো পেশন প্রোর বাজার মূল্য ১ লাখ ৪৭ হাজার ৯৯০ টাকা। আর এর সাথে থাকছে তিনটি নান্দনিক কালার। স্পোর্টস রেড, ব্ল্যাক উইথ স্পোর্টস রেড এবং ব্ল্যাক উইথ হেভি গ্রে।