English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৭:২০

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের সহায়তা দেওয়া হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের সহায়তা  দেওয়া হবে : স্পিকার

দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের আরও বিনিয়োগের জন্য সার্বিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার বাংলাদেশ সফররত রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বেলির ডেপুটি স্পিকার জিয়ং কেব উনের নেতৃত্বে চার সদস্যের সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতে সংসদ ভবনে স্পিকার কার্যালয়ে তিনি এ আশ্বাস দেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, কোরিয়ান বহু প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করেছে। বাংলাদেশ সরকার তাদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে। ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

স্পিকার আরও বলেন, কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও উন্নয়নের অংশীদার। এ সম্পর্ককে আরও সমৃদ্ধ করে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে। পরে কোরিয়ার ডেপুটি স্পিকার দেশটির স্পিকারের একটি আমন্ত্রণপত্র শিরীন শারমিন চৌধুরীর হাতে হস্তান্তর করেন।

আইনমন্ত্রী আনিসুল হক, আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত, রিপাবলিক অব কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বেলির সদস্য চুই ইয়ং হুন ও শুন ইন চুন এবং রাষ্ট্রদূত অন সুয়ং ডু এ সময় উপস্থিত ছিলেন।