English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৬:২৯

দেশে বার মাসই সবজি উৎপাদন হচ্ছে : মতিয়া

নিজস্ব প্রতিবেদক
দেশে বার মাসই সবজি উৎপাদন হচ্ছে : মতিয়া

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, এখন দেশে বার মাসই সবজি উৎপাদন হচ্ছে। সবজি উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে। নিজেদের চাহিদা মিটিয়ে বাংলাদেশ বর্তমানে সবজি রপ্তানি করছে। অবশ্য এখন পুরো বছরে কমদামে সবজি পাওয়া যায়।

রোববার রাজধানীর খামারবাড়ির আ ক ম গিয়াসউদ্দিন মিল্কি মিলনায়তনে ‘জাতীয় সবজি মেলা ২০১৬ ও সবজি প্রদর্শনী’ উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী এ কথা বলেন।

এ মিল্কি মিলনায়তনের সামনের চত্বরে আজ থেকে এই মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত। মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার স্টল রয়েছে। মেলা সবার জন্য উন্মুক্ত। কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

দাতা দেশগুলোর উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, দাতাদের কথা অভ্রান্ত নয়। তাদেরও ভুল হয়। এবং তাদের এই ভ্রান্তির মাশুল বাংলাদেশের মানুষকেই দিতে হয়। দাতাদের নিজেদের অভ্রান্ত মনে করার অবস্থান থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

সবজিতে কীটনাশকের ব্যবহার প্রসঙ্গে মতিয়া চৌধুরী বলেন, এ সমস্ত কীটনাশক আসে পশ্চিমা দেশ থেকে। ফলে এ কীটনাশকের কারণে দেশের মানুষের কোনো ক্ষতি হলে এর দায়দায়িত্ব পশ্চিমা দেশগুলোর। পোকার আক্রমণ হয় না। এবং কীটনাশক যাতে ব্যবহার কম লাগে সে জন্য বিটি (জৈব প্রযুক্তিতে উৎপাদিত) বেগুনসহ অন্যান্য সবজি উৎপাদনের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. শহীদুর রশিদ ভুঁইয়া।