English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৬ ১৬:০৬

হ্যানওয়েনে চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবী

নিজস্ব প্রতিবেদক
হ্যানওয়েনে চাকরিচ্যুতদের পুনর্বহাল দাবী

আশুলিয়ার হ্যানওয়েন বিডি লিমিটেডের চাকরিচ্যুত ৭ কর্মকার্তাকে দ্রুত চাকরিতে পুনর্বহাল দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। পাশাপাশি আরও ৩৫ জন শ্রমিকে চাকরিতে পুনর্বহালসহ কারখানায় সাপ্তাহিক ছুটি, মেটার্নিটি ছুটি, নুন্যতম মজুরী বাস্তবায়ন দাবী জানান। একই সঙ্গে নারী শ্রমিকদের হয়রানী বন্ধেরও দ্রুত সমাধা চান সংগঠনটি।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ এসব দাবি জানানো হয়।

সমাবেশ শেষে স্মারকলিপি প্রদানে মিছিলসহ শ্রম মন্ত্রণালয়ের অভিমুখে রওনা দেয় সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু এতে বাধা দেয় পুলিশ। পরে সেখান থেকে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে।

ফেডারেশনের সভাপতি মো. আমিরুল হক বলেন, আশুলিয়ায় চীনা মালিকানাধীন হ্যানওয়েন বিডি লিমিটেডের শ্রমিকরা গত বছরের ৯ অক্টোবর কারখানায় ট্রেড ইউনিয়ন গঠন করে। কিন্তু ইউনিয়ন গঠন করায় এ বছরের ইউনিয়নের ৭ নেতাকর্মীকে সন্ত্রাসী ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দিয়ে মারধরের পর বের করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এছাড়া দাবি আদায়ের জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিকরা মানববন্ধন করায় আরও ৩৫ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়।

সমাবেশে অভিযোগ করে তিনি বলেন, ট্রেড ইউনিয়ন করা শ্রমিকদের মৌলিক ও আইনী অধিকার। অথচ গার্মেন্টস সেক্টরে প্রায়ই শ্রমিকদের এ অধিকার লঙ্ঘন করা হচ্ছে।

তিনি আরও বলেন, কারখানাটিতে সাপ্তাহিক ছুটি, এমনকি মেটার্নিটি ছুটিও দেওয়া হয় না। এখনও সরকার কর্তৃক ঘোষিত শ্রমিকদের নুন্যতম মজুরীও কার্যকর করা হয়নি। এমনকি এ কারখানায় নারী শ্রমিকরা প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। তাই দ্রুত এসব দাবী মেনে নানাভাবে হয়রানির বন্ধের দাবী করেন তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান, কেন্দ্রীয় নেতা নুরুন নাহার, ফরিদুল ইসলাম প্রমুখ।