English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৬ ১৪:১১

বাণিজ্য মেলায় ব্র্যাডিং স্টলের কদর বেশি

নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য মেলায় ব্র্যাডিং স্টলের কদর বেশি

জমে ওঠেছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় ব্র্যাডিং স্টলগুলো বেশ জমজমাট। ক্রেতাদের ভিড়ে অনেকেই ঠায় পান না এসব স্টলে। যদিও দিনের শুরুর দিকে কিছুটা ঢিলেডালা ভাব থাকে। তবে দিনের শেষভাগে থাকে ক্রেতাদের উপছে পড়া ভিড়।

 শুক্রবার আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুসন্ধানে এমন চিত্রই ফুছে ওঠেছে।

তবে গতকাল ছুটির দিন হওয়ায় মেলার ১৫তম দিনে উপচে পড়া ভিড় ছিল বলে অনেকে দাবী করে। গতকাল সকাল থেকেই দর্শনার্থীরা আসতে শুরু করে। দুপুর গড়িয়ে বিকেলে মেলা প্রাঙ্গণ ও আশেপাশের এলাকায় আগতদের ভিড় বাড়তে থাকে। এ ভিড় ছাপিয়ে বিজয়স্বরণী, সংসদ ভবন এলাকায় পৌঁছায়।

গতকাল বিকেলে তরুন-তরুনীরা ভীড় জমিয়েছি ব্র্যাডিং কাপড়ের স্টলগুলোতে। পাশাপাশি তরুনীদের ভীড়ে মাঝবয়সী অনেকেই ডুকতে পারেনি কসমেটিকস স্টলহগুলোতে। বিভিন্ন রুপসজ্জা প্রসাধনীসাম্রগী থেকে যেন চোখ সরাননি এসব তরুনীরা।

এসময়ে ক্রেতা-বিক্রেতা সবাই কেনা-কাটায় ব্যস্ত। সবার হাতেই নানা পণ্য। তবে মেলাফেরত এসব ঘরের গৃহিনীদের হাতের পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চোখে পড়েছে গৃহস্থালি পণ্য। এর মধ্যে প্লাস্টিকের পাশাপাশি রয়েছে প্রেসার কুকার, জুস মেকার, জুস ব্লেন্ডার, ওভেন, রাইস কুকার, ইস্ত্রি, ইন্ডাকশন চুলা, ফ্যানসহ নানা ধরণের ইলেক্ট্রনিক ও ইলেক্ট্রিক গৃহস্থলি পণ্য। বিভিন্ন ব্র্যান্ডের পাশাপাশি আরএফএল, বেঙ্গল প্লাস্টিক, ওয়ালটন, সিঙ্গারসহ নামি-দামি ব্র্যান্ডের পণ্য বেশি বিক্রি হচ্ছে মেলাতে।

দর্শনার্থীরা জানান, বছরে একবার বাণিজ্য মেলার আয়োজন হওয়ায়, কোম্পানিগুলো মেলাকে কেন্দ্র করে নতুন নতুন ডিজাইনের পণ্য নিয়ে আসে। যা বছরের অন্য সময়ে পাওয়া যায় না। নতুন ডিজাইনের পণ্য থাকায় এসব পণ্যের চাহিদা বেশি। উল্লেখ্য, রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উদ্যোগে ১ জানুয়ারি শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।