English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৮:৪৪

কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশে কাজ চলছে

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে পর্যটন শিল্পের বিকাশে কাজ চলছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ এলাকা হচ্ছে পর্যটন নগরী কক্সবাজার। এখানে পর্যটন শিল্পের বিকাশে নানা কাজ চলছে।

বৃহস্পতিবার দুপুরে হোটেল সি-গালে এনবিআরের উদ্যোগে কক্সবাজারে কর খাত সম্প্রসারণ ও করদাতাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক ‘রাজস্ব সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, সারাবিশ্ব এখন নিজের আয়ের ওপর নির্ভরশীলতাকে গুরুত্ব দিচ্ছে। এ জন্য রাজস্ব আয় বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে রাজস্ব সংলাপ। এটি ধারাবাহিকভাবে করা হবে। তিনি আরো বলেন, নতুন বেতন স্কেলের প্রভাব রাজস্ব খাতে পড়বে সত্য, ঠিক তেমনিভাবে নতুন আয়কর দাতাও বাড়বে বলে জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, পর্যটক খাতে বিনা সুদে ঋণ দিলে তিন বছর পর রাজস্ব আয় ১০০ গুণ বাড়বে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন কর আপিল চট্টগ্রাম অঞ্চলের কর কমিশনার কাজী ইমদাদুল হক। এতে এনবিআর সদস্য মো. ফরিদ উদ্দিন, সদস্য মো. আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, সিআইসি’র মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, চট্টগ্রাম কর অঞ্চলের কমিশনার  সৈয়দ গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মো. আলী হোসেন ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান, হোটেল মোটেল জোনের ব্যবসায়ীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।