English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৬ ১৬:১৭

লিটারে ৫ টাকা দাম কমলো ভোজ্যতেলের

নিজস্ব প্রতিবেদক
লিটারে ৫ টাকা দাম কমলো ভোজ্যতেলের

প্রতিলিটার ভোজ্যতেলে ৫ টাকা করে দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠকে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফজলুর রহমান এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী আগামী ১৬ জানুয়ারি থেকে ভোজ্যতেল লিটারপ্রতি ৫ টাকা কমে বিক্রি হবে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সভায় সভাপতিত্ব করেন।

বৈঠকে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলাদেশ ভোজ্যতেল পরিশোধনকারী ও বনস্পতি উৎপাদনকারী সমিতির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বৈঠকে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ৪ টাকা কমানোর প্রস্তাব করলে ভোক্তা-সাধারণের কথা বিবেচনা করে প্রতিলিটারে আরও ১ টাকা কমানোর জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান বাণিজ্যমন্ত্রী। মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে ব্যবসায়ীরা বলেন, আমরা এটা মেনে নিচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, খোলা ও বোতলজাত তেল দুটোরই দাম কমানো হবে। উল্লেখ্য, বর্তমানে বাজারে খোলাতেল প্রতিলিটার ৮৫ থেকে ৮৮ টাকায় এবং বোতলজাত তেল প্রতিলিটার ৯৫ টাকা থেকে ১০২ টাকা দরে বিক্রি হচ্ছে। আর ৫ লিটারের বোতলজাত তেল বিক্রি হচ্ছে ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকায়। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, বৈঠকে ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের এসব সমস্যার সমাধান করা হবে। শিল্প-কারখানায় গ্যাস সংকটের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, গ্যাসের বিষয়ে ১/২ মাসের মধ্যে সুখবর আসছে।