English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৬ ১৯:৩৩

প্রবাসী ব্যাংকের সেবা কার্যক্রমে সাড়া পড়েছে : নুরুল ইসলাম বিএসসি

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী ব্যাংকের সেবা কার্যক্রমে সাড়া পড়েছে : নুরুল ইসলাম বিএসসি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসী ব্যাংকের কর্ম-প্রচেষ্টা ও সেবাদান কার্যক্রম সব মহলে সাড়া লাভে সক্ষম হয়েছে। তাই এ ধারাকে অব্যাহত রাখতে সকলকে নির্দেশ দেন তিনি।

বুধবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের অর্ধ-বার্ষিক কর্মমূল্যায়ন শীর্ষক দুই দিনের কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।

ব্যাংক কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও স্বচ্ছতা সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে মন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, কর্মসংস্থান সহায়তা প্রদান ও প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহিত করার জন্যই এই ব্যাংক প্রবর্তন করা হয়েছে। এটি একটি মহৎ কাজ।

মন্ত্রী আরও বলেন, ‘ব্যাংক কর্মকর্তাদের প্রবাসী কর্মী ও দেশের কল্যাণে কাজ করতে হবে। কর্মসংস্থানের উদ্দেশ্য বিদেশে গমনেচ্ছুক বেকার যুবকদের ঋণ সহায়তা এবং প্রবাসী বাংলাদেশিদের দেশে প্রত্যাবর্তনের পর কর্মসংস্থানে সহায়তা প্রদান করতে হবে।’

এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মহব্বত উল্লাহ। মন্ত্রনালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেন চৌধুরী।

এছাড়া এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বর্তমানে ৪৯টি শাখার মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্যাংকের উদ্বোধনের শুরু থেকে ৩১ শে ডিসেম্বর ২০১৫ সাল সর্বমোট ১৩,৭৮৩ জন ঋণ গ্রহীতাকে ১১৭ কোটি ৩৪ লাখ টাকা ঋণ বিতরণ করা হয়েছে। বিতরণকৃত ঋণের বিপরীতে আদায়ের হার প্রায় ৮১ শতাংশ। তার মধ্যে ২০১৫-১৬ অর্থবছরের ১ম ছয় মাসে (জুলাই-১৫ থেকে ডিসেম্বর-১৫) ৪,১২৯ জন ঋণ গ্রহীতাকে ৪১ কোটি ৩৪ লাখ টাকা বিতরণ করা হয়েছে।