English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ২১:১২

চড়া দামে খাবার বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
চড়া দামে খাবার বিক্রি করায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

চড়া দামে খাবারসামগ্রী বিক্রির অভিযোগে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় অভিযান চালিয়ে ছয় প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানাসহ এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত ভ্রাম্যমাণ আদালত।

ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিপ্তীময়ী জামানের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে দেড় ঘন্টাে এ অভিযান পরিচালনা হয়।

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা ইসমাইল হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাজার সুপারভাইজার শেখ আব্দুল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ শেরেবাংলা নগর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো- স্টার কাবাব টু, হাজীর বিরিয়ানি এ্যান্ড কাবাব ঘর, হাজীর বিরিয়ানি, হাজীর বিরিয়ানি এ্যান্ড কাবাব হাউস, হাজীর বিরিয়ানি এ্যান্ড কাবাব ও কুমিল্লা মাতৃভাণ্ডার।

এর মধ্যে স্টার কাবাব টু’কে অধিক দামে বিরিয়ানি বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী মোহাম্মদ গফুরকে ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কাতর্কি ও প্রভাব খাটানোর অভিযোগে এক দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানটি প্রতি প্লেট ৫শ’ টাকা করে বিরিয়ানি বিক্রি করছিল।

এ ছাড়া মেলায় হাজীর বিরিয়ানি এ্যান্ড কাবাব ঘরকে অধিক দামে বিরিয়ানি ও সালাদ বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে হাজীর বিরিয়ানিকে ১০ হাজার টাকা, হাজীর বিরিয়ানি এ্র্যান্ড কাবাব হাউসকে ১০ হাজার টাকা, হাজীর বিরিয়ানি এ্যান্ড কাবাবকে (আলম এন্টারপ্রাইজ) ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে কুমিল্লা মাতৃভাণ্ডার লিমিটেডের নাম ভাঙিয়ে খাবার বিক্রির অভিযোগে ১ হাজার টাকা জরিমানা করা হয়।