English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ২০:৫৪

ফের বিয়ে করছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক

নিজস্ব প্রতিবেদক
ফের বিয়ে করছেন মিডিয়া মুঘল রুপার্ট মারডক
ফাইল ছবি

মিডিয়া মুঘল নামে যাকে ডাকা হয় সেই রুপার্ট মারডক ফের বিয়ে করতে চলেছেন । মডেল অভিনেত্রী জেরি হলের সঙ্গে পরিণয় সূত্রে নতুন জীবন বাঁধছেন ৮৪ বছরের যুবক  রুপার্ট ৷ এটি তাঁর চতুর্থ বিবাহ ৷ তবে  ৫৯ বছর বয়সী মিস হলের এটি প্রথম বিয়ে।

নিজের পত্রিকা টাইমসের জন্ম-বিবাহ -মৃত্যু সংক্রান্ত খবর যে অংশে থাকে সেখানেই তাদের এই বিয়ের কথা জানান হয়েছে৷  সেখানে জানিয়েছেন মডেল অভিনেত্রী জেরি হলের সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হতে যাচ্ছেন। এতদিন বিয়ে না করলেও মিস হল বহুদিন ধরে সঙ্গীতশিল্পী স্যার মিক জ্যাগারের বান্ধবী হিসেবে জগতে পরিচিত ছিলেন। এমন কি স্যার মিকের সঙ্গে তার ২৩ বছরের সম্পর্কে জেরে মিস হলের চারটি সন্তানও রয়েছে।

এদিকে মার্ডকের একজন মুখপাত্র জানিয়েছেন, দুজনের মধ্যে এই সম্পর্কের শুরু হয় গত গ্রীষ্মে। প্রসঙ্গত নিউজ কর্পোরেশনের চেয়ারম্যান  মার্ডক সর্বশেষ ২০১৩ সালে তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেং এর সঙ্গে ১৪ বছরের সংসার জীবনের ইতি টেনেছেন৷। গত অক্টোবরে লন্ডনে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মধ্যে রাগবি বিশ্বকাপে ফাইনাল ম্যাচে মার্ডক ও হলকে একসঙ্গে প্রথম জনসমক্ষে দেখা যায়৷

১৯৫৬ সালে পাট্রিকা বুকার নামে মেলব্রোনের ফ্লাইট অ্যাটেনডেন্টকে বিয়ে করেছিলেন রুপার্ট ৷ তাদের একটি সন্তান ছিল এবং ১৯৬৭ সালে তাদের ডিভোর্স হয়৷ গ্লাসগোর এক সাংবাদিক আন্না টর সঙ্গে দ্বিতীয় বিয়ে হয় এবং সে বিয়ে ১৯৯৯ সাল পর্যন্ত অর্থাৎ প্রায় ৩২বছর টিকে ছিল৷ তাদের তিনটি সন্তান রয়েছে৷ এরপর চিনে জন্ম এক ব্যবসায়ী ওয়েনডি ডেং -কে  বিয়ে করেন এবং সে হিয়ে ১৪ বছর টিকে ছিল৷ এই বিবাহ নিস্ফল হয়নি জন্ম দিয়েছিল দুই সন্তানের৷