English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৬:২০

ধাতব মুদ্রা না নিলে অর্থদণ্ড ব্যাংকগুলোকে

নিজস্ব প্রতিবেদক
ধাতব মুদ্রা না নিলে অর্থদণ্ড ব্যাংকগুলোকে

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের নিজস্ব গ্রাহকদের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ না করলে ব্যাংক কোম্পানি আইনে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে বলে তৃতীয় দফায় নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলার জারি করে গত সোমবার তা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দিয়েছে।

বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে ধাতব মুদ্রাসহ কম মূল্যমানের নোট না নেয়ার অভিযোগ অনেক পুরনো। গেল কয়েক মাসে এ ধরনের অভিযোগ আরও বেড়েছে। এর প্রেক্ষিতে গ্রাহকদের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ বাধ্যতামূলক করতে বিদায়ী বছরের ১২ জানুয়ারি বেশ কিছু পরামর্শ দিয়ে সার্কুলার জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

ওই নির্দেশনায় তফসীলি ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের কাছ থেকে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কাগুজে নোট গ্রহণ বাধ্যতামূলক করা হয়। তারপরও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিরুদ্ধে নিজস্ব গ্রাহক থেকে ধাতব মুদ্রা গ্রহণ না করার অভিযোগ থামেনি। বরং অভিযোগ আরও বাড়ছে।  সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের কাছে এ বিষয়ে লিখিত ও ফোনে অভিযোগ করছেন অনেকে গ্রাহক।

পত্র পত্রিকায়ও এ ধরনের প্রতিবেদন আসছে উল্লেখ করে সার্কুলারে বলা হয়েছে, তফসীলি ব্যাংকের শাখা কর্তৃক অনেক ক্ষেত্রে তাদের গ্রাহকদের কাছ থেকে ধাতম মুদ্রা যথাযথভাবে গ্রহণ করা হচ্ছে না। ফলে ধাতব মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে জনসাধারণ বিড়ম্বনার সম্মুখীন হচ্ছে। যা তাদের স্বাভাবিক অর্থনৈতিক লেনদেনে বিঘ্ন সৃষ্টি করছে। এমতাবস্থায় জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে সকল তফসীলি ব্যাংককে তাদের গ্রাহকদের কাছ থেকে মূল্যমান নির্বিশেষে সব ধরনের ধাতব মুদ্রা গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে হবে। সুতরাং এ নির্দেশনা লঙ্ঘিত হলে এবং এ বিষয়ে উত্থাপিত অভিযোগ প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক কোম্পানি আইনের আওতায় অর্থদণ্ড করা হবে।