English Version
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৬ ১৬:৫২

আক্রান্ত হয়েও সবুজ পণ্য উৎপাদন করছি: গভর্নর

নিজস্ব প্রতিবেদক
আক্রান্ত হয়েও সবুজ পণ্য উৎপাদন করছি: গভর্নর

বিশ্বকে একটি বার্তা পৌঁছে দিতে চাই- তারা যেন দেখে আমরা আক্রান্ত হয়েও সবুজ পণ্য উৎপাদন করছি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ) আয়োজিত ‘গ্রিন ফাইন্যান্স ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিউর রহমান বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর অতিরিক্ত মাত্রার কার্বন নিঃসরণের কারণে জলবায়ু পরিবর্তনে ক্ষতির স্বীকার হওয়া সত্ত্বেও গ্রিন এনার্জির জন্য আমাদের কষ্টার্জিত অর্থ ব্যয় করছি। পরিবেশ দূর্ষনমুক্ত রাখতে ‘গ্রিন এনার্জির জন্য আমরা ইতোমধ্যে ২০০ মিলিয়নের একটি ফান্ড গঠন করেছি।

এ ফান্ড থেকে রপ্তানি উপযোগী গার্মেন্টস ও লেদার শিল্পে খুবই অল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ দেয়া হবে। যে কারখানাগুলো সবুজ পরিবেশে সবুজ পণ্য উৎপাদন করবে। এর মধ্য দিয়ে পৃথিবীকে একটি বার্তা পৌঁছে দিতে চাই- তারা যেন দেখে আমরা আক্রান্ত হয়েও সবুজ পণ্য উৎপাদন করছি।’ খুব দ্রুত সার্কুলার জারি করে এ ফান্ড চালু করা হবে বলে জানান গভর্নর।

বর্তমানে ৫০টির কাছাকাছি সবুজ পণ্য উৎপাদিত হচ্ছে উল্লেখ করে আতিউর রহমান বলেন, ‘এখন সময় এসেছে বাংলাদেশকে বিশ্বে ব্র্যান্ডিং করার। এক্ষেত্রে আমাদের মূল ভূমিকায় থাকবে সবুজ পণ্য, সবুজ এনার্জি। তবে এর জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘সরকারকেও অনুরোধ করব, জলবায়ু মোকাবেলায় যেসব পণ্য দরকার সেসব পণ্যে তৈরিতে যেন শুল্কমুক্ত সুবিধাসহ সব ধরনের সুবিধা অব্যহত রাখা হয়।’ আর সবুজ পণ্য তৈরিতে যারা কাজ করতে চায় তাদেরকে সহজ শর্তে অর্থায়ন করার আহ্বান জানান ব্যাংকগুলোর প্রতি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, সাসটেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম শিকদার, ইডকলের সিইও মাহমুদ মালিক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মিজার আর খান প্রমুখ।