English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৯:৫০

কর্মবিরতি পালন করবে প্রকৃচি-বিসিএস

নিজস্ব প্রতিবেদক
কর্মবিরতি পালন করবে প্রকৃচি-বিসিএস

নতুন বেতন কাঠামো ও চাকরির বৈষম্য দূরীকরণের দাবিতে আগামি সাত দিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করবে প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি।

রোববার প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসকস, ২৬টি ক্যাডারসহ ফাংশনাল সার্ভিসের কর্মকর্তাদের নিয়ে গঠিত কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ থেকে ১৭ জানুয়ারি প্রতিদিন দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে। এ সময় সব দাফতরিক কাজ থেকে কর্মকর্তারা বিরত থাকবেন। তবে বিশ্ব ইজতেমায় দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এ কর্মসূচির বাইরে থাকবেন। একই সঙ্গে এ সাত দিন কালো ব্যাজ ধারণ করা হবে।

সমন্বয় কমিটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সরকারি প্রথম শ্রেণির চাকরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার-ননক্যাডার বৈষম্যের সিদ্ধান্ত ও ইউএনওকে অন্যান্য ক্যাডার কর্মকর্তাদের ওপর কর্তৃত্ব দেওয়া মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল।

এ ছাড়া আন্তঃক্যাডার বৈষম্য নিরসন। সকল ক্যাডার এবং সার্ভিসে পদোন্নতির সমান সুযোগ সৃষ্টিতে সুপার নিউমারারি পদ সৃজন। নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরনের প্রেষণ বাতিল এবং কৃত্য পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলার দাবিতে আন্দোলন করছে সমন্বয় কমিটি।