English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৮:৩৮

নির্ধারিত সময়ে হবে বায়রা’র নির্বাচন

নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত সময়ে হবে বায়রা’র নির্বাচন

অতিরিক্ত ৬ মাস সময় আবেদন নাকচ করে নির্ধারিত সময়ে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) নির্বাচন করার নির্দেশ দেন মন্ত্রণালয়।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর স্বাক্ষরিত এক চিঠি মাধ্যমে এ নির্দেশ দেয়া হয়।

চলতি বছরের ১৮ মে বায়রার বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। এর মধ্যেই ২০১৬-১৮ মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বর্তমান কার্যনির্বাহী কমিটি নতুন দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠানের জন্য অতিরিক্ত আরও ৬ মাস সময় আবেদন করে বাণিজ্য মন্ত্রণালয়ে।

এ আবেদন নাকচ করে দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন দিয়ে বিধি মোতাবেক তা মন্ত্রণালয়কে অবহিত করার জন্য বায়রা সভাপতিকে নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রণলয়।