English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৬ ১৭:০৯

শুল্ক জটিলতা দূর হলে ভারতে রফতানি বাড়বে : বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
শুল্ক জটিলতা দূর হলে ভারতে রফতানি বাড়বে : বাণিজ্যমন্ত্রী

শুল্ক-সংক্রান্ত সব জটিলতা দূর হলে ভারতের বাজারে বাংলাদেশের পণ্য রফতানি আরও বাড়বে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে শনিবার মতবিনিময়ের সময় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বাণিজ্য সব সমস্যা দূর করে ভারতে পণ্য রফতানি বাড়াতে চায়।  বাণিজ্য  ক্ষেত্রে চলমান ট্যারিফ ও নন-ট্যারিফ শুল্ক-সংক্রান্ত সব বাধা দূর করে দুই দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়ানোর প্রয়োজন। বাংলাদেশের রফতানি বাণিজ্য দ্রুত বাড়ছে। বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা রয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। পৃথিবীর বড় বড় অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের এগিয়ে সম্ভাবনার কথা বলছে। সরকারের ব্যবসাবান্ধব নীতি গ্রহণের কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য বেড়েছে। আঞ্চলিক বাণিজ্য আরও বাড়ানোর জন্য প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন।

বাণিজ্যমন্ত্রী বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা বাণিজ্য প্রসারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে যোগাযোগ স্থাপিত হলে এ অঞ্চলে বাণিজ্য বহুগুণ বাড়বে বলে জানান তিনি।