English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৬ ১৮:২৬

কর্মবিরতি পালন করলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
কর্মবিরতি পালন করলেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা

তিন দফা দাবিতে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় চত্ত্বরে এক ঘণ্টা দাঁড়িয়ে কর্মবিরতি পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে ১০টায় এ  কর্মবিরতি পালন করেন তারা।

এই তিনদফা দাবিগুলো হল, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদটিকে অষ্টম গ্রেডে উন্নয়ন করা, গেজেটে বাংলাদেশ ব্যাংককে আলাদাভাবে উল্লেখ করা এবং বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ নির্বাহী পরিচালক পদটিকে গ্রেড-১ এ উন্নীত করা।

আজ কর্মবিরতির সময় ব্যাংকের কার্য্ক্রম বন্ধ ছিল। বিশেষ করে তফশিলি ব্যাংকগুলোর লেনদেন, ট্রেজারি চালান ইস্যু, অটোমেটিক ক্লিয়ারিং হাউজিং, ন্যাশনাল পেমেন্ট সুইচ সবই বন্ধ ছিল। বাইরে থেকে কেউ এসেও এ সময় কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারেনি।

বৃহস্পতিবারের কর্মবিরতি চলাকালীন অফিসার্স ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাপতি ছিদ্দিকুর রহমান মোল্লা বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন আমাদের দাবি দাওয়া পুরণের দায়িত্ব তিনি নিচ্ছেন। কিন্তু আমরা এতে সন্তুষ্ট না। আমরা আর কথায় বিশ্বাস করতে চাই না। বাস্তবায়ন চাই।

তিনি বলেন, অর্থসচিব জানতে চেয়েছেন বাংলাদেশ ব্যাংকে কী হচ্ছে? আজকে উনার (অর্থ সচিবের) চোখ কান খুলেছে, কেবল জানতে শুনতে পারছেন। এতদিন উনি কোনো কিছু বুঝতে পারেননি। আমি বলবো আমরা নায্য দাবিতে অবস্থান নিয়েছি, এটা মেনে নেওয়া না হলে আন্দোলন আরও দুর্বার হবে।

এর আগে বুধবার এক মুলতবী সভায় ‘গেট গ্যাদারিং’ শীর্ষক এ কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এ সময় আরও বলা হয়, দাবি আদায়ে আগামী ১০ ও ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পষন্ত ও ১২ থেকে ১৪ জানুয়ারি সকাল ১০ থেকে ১২টা পর্যুন্ত কর্মসূচি পালন করা হবে।

এরমধ্যে সরকার দাবি মেনে না নিলে ১৫ জানুয়ারি থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গণ ছুটিতে যাবেন বলেও জানায় কাউন্সিল।

জানা যায়, বেতন স্কেলের গেজেট প্রকাশের পর ২২ ডিসেম্বর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। গেজেট প্রকাশের পর কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ সমাবেশ, মানববন্ধনের মত কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।