English Version
আপডেট : ৬ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৬

একচল্লিশ প্রতিষ্ঠান পাট রফতানির অনুমোদন পেল: মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
একচল্লিশ প্রতিষ্ঠান পাট রফতানির অনুমোদন পেল: মন্ত্রণালয়

৪১টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বেবী পারভিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ৫ জানুয়ারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, রফতানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে পাট অধিদফতর থেকে পাঠানো ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ২০১৫ সালের ৩ নভেম্বরের আগে ইস্যু করা ২৫১টি এলসির বিপরীতে ২ লাখ ৭৭ হাজার বেল কাঁচা পাট রফতানির অনুমোদন দেওয়া হলো। এর আগে গত ১৫ ডিসেম্বর কাঁচা পাট বিশেষ চারটি প্রক্রিয়ায় প্রক্রিয়াজত করে বিদেশে রফতানি করা যাবে বলে প্রজ্ঞাপন জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে কাঁচা পাট রফতানির নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বয়ংক্রিয় স্ক্যানিং, মেশিন কাট জুট (১০ থেকে ১২০ মিলিমিটার), জুট সিলভার ও জুট টো প্রক্রিয়ায় কাঁচা পাট রফতানি নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত বলে গণ্য হবে। তা যথানিয়মে রফতানি করা যাবে।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হল- সাত্তার জুট অ্যান্ড ফাইবার্স, এসএলজি ইউনিক, ষ্টেয়ার ট্রেডিং ইন্টারন্যাশনাল, এনএস জুট বেলিং, কেনাফ জুট ট্রেডিং, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স, এআরএম জুট বেলিং, মেসার্স কুমিল্লা জুট ট্রেডার্স, মেসার্স বাবুল জুট ট্রেডিং, ঢাকা ট্রেডিং হাউস, মেসার্স রেজা জুট ট্রেডিং, সানরাইজ ইন্টারন্যাশনাল (যশোর রোড, খুলনা), আকুনজি ব্রাদ্রার্স, মেসার্স রেজা জুট, জোবায়েদ এন্টারপ্রাইজ, বুলবুল ট্রেডার্স, মেসার্স কোয়ালিটি জুট স্পাপ্লাইয়ার্স, মদিনা জুট ইন্ডাষ্ট্রিজ, এসএস আলী এন্ড কোং, এনএফসি ফাইবার্স, মেসার্স জেকে ফাইবার্স, মেসার্স সানি জুট, কোয়ালিটি ফিইবার এন্ড জুট গুডস, উত্তরা পাট সংস্থা, মোন্ডল এন্ড কোং, ফরহাদ এন্টারপ্রাইজ, অগ্রণী পাট সংস্থা, আব্দুর রাজ্জাক, পপুলার জুট এক্সচেঞ্জ, সানরাইজ ইন্টারন্যাশনাল (দৌলতপুর, খুলনা), ফাইবার এন্ড ফাইবার প্লানার্স টাওয়ার, কসমিক ফাইবার্স, এসবি জুট ট্রেডিং, আজাদ ব্রাদ্রার্স, এসআর জুট ট্রেডিং, সাত্তার জুট এন্টারপ্রাইজ, ইকোস্টেপ, আকনজি ব্রাদ্রার্স, জুয়েল জুট, এফআর জুট ট্রেডিং কোং ও ফরহাদ এন্টাপ্রাইজ।