English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৭:৩৯

ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে

ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। এই মাসে আগের মাস তুলনায় মূল্যস্ফীতি বেড়েছে দশমিক শূন্য ৫ শতাংশ। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ তথ্য জানিয়েছেন।

মুস্তাফা কামাল জানান, ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.১০ শতাংশ। যা নভেম্বরে ছিল ৬.০৫ শতাংশ। অর্থাৎ এক মাসে মূল্যস্ফীতি .০৫ শতাংশ বেড়েছে। আবার ডিসেম্বরে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৫.৪৮ শতাংশে, যা আগের মাসে ছিল ৫.৭২ শতাংশ। আর খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.০৫ শতাংশে, যা আগের মাসে ছিল ৬.৫৬ শতাংশ।

এসময়ে এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সচিব কানিজ ফাতেমা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫.৫৮ শতাংশ। যা আগের মাসে ছিল ৫.৬১ শতাংশ। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৪.৭৬ শতাংশ। যা আগের মাসে ছিল ৫ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭.১০ শতাংশ। যা আগের মাসে ছিল ৬.৭৬ শতাংশ।

শহরে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৭.০৭ শতাংশে। যা আগের মাসে ছিল ৬.৮৮ শতাংশ। আর খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৭.১৪ শতাংশ। যা আগের মাসে ছিল ৭.৪২ শতাংশ। খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬.৯৮ শতাংশ। যা আগের মাসে ছিল ৬.২৯ শতাংশ।