English Version
আপডেট : ৫ জানুয়ারি, ২০১৬ ১৫:২১

মুদ্রা বাজারে ক্রমশ শক্তিশালী হচ্ছে টাকা

নিজস্ব প্রতিবেদক
মুদ্রা বাজারে ক্রমশ শক্তিশালী হচ্ছে টাকা

আন্তর্জাতিক মুদ্রা বাজারে মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশী টাকা ক্রমশ শক্তিশালী হয়ে ওঠছে। এমতাবস্থায় দেশের অভ্যন্তরীণ মুদ্রা বাজার স্থিতিশীল ধরে রাখতে ডলার ক্রয় করছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকের তথ্য, সোমবার বাজার থেকে ৭৮.৫০ টাকা দরে আড়াই কোটি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এক মাস আগে এক দর ছিল ৭৮.৯৫ টাকা। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক চলতি ২০১৫-১৬ অর্থবছরে মোট ২১৬ কোটি ডলার কিনেছে। গত ৩০ নভেম্বর আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ১ ডলার কিনতে ৭৮.৯৫ টাকা ৯৫ লাগত। সোমবার লেগেছে ৭৮.৫০  টাকা। অর্থ্যাৎ এক মাসে প্রতি ডলারের বিপরীতে টাকার দর ৪৫ পয়সা বেড়েছে। আবার গত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে টাকার বিপরীতে ডলারের দর ১.১৫ টাকা বেড়েছে। এরপর থেকে শক্তিশালী হতে শুরু করে টাকা।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, মুদ্রা বাজার স্থিতিশীল রাখতে ডলার কেনা হচ্ছে। রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারায় বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এছাড়া জ্বালানি তেল এবং খাদ্যপণ্য আমদানিতে খরচ কমে যাওয়া ডলার সরবরাহ বাড়ার একটি কারণ। এ কারণেই মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের টাকা খানিকটা শক্তিশালী হয়েছে বলে জানান তিনি।