English Version
আপডেট : ১৯ নভেম্বর, ২০১৫ ০০:০০

নির্মানকর্মীদের সাথে বসুন্ধরা সিমেন্টের মতবিনিময়

অনলাইন ডেস্ক
নির্মানকর্মীদের সাথে বসুন্ধরা সিমেন্টের মতবিনিময়
নির্মানকর্মীদের সঙ্গে বসুন্ধরা সিমেন্টের কর্মকর্তারা

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট নির্মানকর্মীদেরর সাথে বুধবার একটি মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানী ঢাকার একটি রেস্টুরেন্টে সঠিক নির্মান সামগ্রী এবং প্রযুক্তিগত চাহিদা নিয়ে এই মতবিনিময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বসুন্ধরা সিমেন্টের উপ মহাব্যাবস্থাপক(প্রযুক্তি) ইঞ্জি: সরোজ কুমার বড়ুয়া, বিভাগীয় বিক্রয় ব্যাবস্থাপক (ঢাকা-১) আহসানুল হক শিমুল এবং মাজেদুর রহমান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বসুন্ধরা সিমেন্টের সহকারী ব্যাবস্থাপক ইঞ্জি: কুদরত-ই-এলাহী বসুন্ধরা সিমেন্টের বৈশিষ্ট্য, গুণাগুণ এবং কারিগরি সমৃদ্ধির বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট স্লাইড উপস্থাপন করেন।

অনুষ্ঠানে ইঞ্জি: সরোজ কুমার বলেন দেশের সর্বাধিক উৎপাদনক্ষমতা সম্পন্ন ব্র্যান্ড হল বসুন্ধরা সিমেন্টে। পদ্মাসেতু এবং এর এপ্রোচ সড়ক তৈরির মত বড় প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যাবহৃত হচ্ছে। তিনি আরও বলেন সুখে-দু:খে নির্মানকর্মীদের পাশে সবসময় আছে এবং থাকবে।