English Version
আপডেট : ৪ জানুয়ারি, ২০১৬ ১৫:৪১

ফের আশুগঞ্জে ইউরিয়া উৎপাদন বন্ধ

নিজস্ব প্রতিবেদক
ফের আশুগঞ্জে ইউরিয়া উৎপাদন বন্ধ

কারখানার এসএনসি ব্রয়লারে যান্ত্রিক ক্রটির কারণে ফের আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার ভোর ৬টা থেকে এই কারখানা উৎপাদন বন্ধ রয়েছে। এনিয়ে কারখানার বিভিন্ন ক্রুটির কারণে গত এক মাসে চারবার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন বন্ধ হয়।

কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, ভোরে কারখানার এসএনসি ব্রয়লারে হঠাৎ ক্রটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে সঙ্গে সঙ্গেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করে দিয়েছে। উৎপাদন শুরু হতে কিছুটা সময় লাগবে। তবে দুই দিনের মধ্যে কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন।

জেলার সার সমিতির নেতারা জানান, কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থবছরে কারখানার আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) থেকে। এ নিয়ে কারখানার বিভিন্ন ক্রুটির কারণে গত এক মাসে চারবার উৎপাদন বন্ধ হয়ে যায়। তাই ঘন ঘন কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানান তারা।