English Version
আপডেট : ৩ জানুয়ারি, ২০১৬ ১৫:২৯

কেন্দ্রীয় ব্যাংকের ঋন তহবিলে যুক্ত আরও তিন ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় ব্যাংকের ঋন তহবিলে যুক্ত আরও তিন ব্যাংক

দেশের উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে তৎপর রয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই ধারাবাহিকতায় দুই হাজার চরশত কোটি টাকার (৩০ কোটি ডলার) দীর্ঘমেয়াদীে ঋন তহবিল ব্যবহারের জন্য চতুর্থ দফায় আরও ৩টি ব্যাংকের সঙ্গে চুক্তি করল কেন্দ্রীয় ব্যাংক। নতুন অন্তর্ভুক্ত হওয়া ব্যাংকগুলো হলো- যমুনা ব্যাংক, পূবালী ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক।

আজ রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এই চুক্তি সই হয়। এসময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে ঋণ প্রকল্পটির পরিচালক ও ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ এবং ব্যাংকগুলোর পক্ষে তাদের ব্যবস্থাপনা পরিচালকরা এই চুক্তিতে সই করেন।

এছাড়াও যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এ. হালিম চৌধুরী এবং শাহজালাল ব্যাংকের এমডি ফরমান আর. চৌধুরী নিজ নিজ ব্যাংকের পক্ষে চুক্তি সই করেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর প্রথম দফায় মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও আল-অরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ ব্যাংক। এরপর ১ ডিসেম্বর দ্বিতীয় দফায় ইস্টার্ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ঢাকা ব্যাংক, ব্যাংক এশিয়া, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক এবং তৃতীয় দফায় ডাচ-বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে চুক্তি হয়। এনিয়ে এই চুক্তির আওতায় আসল মোট ১৯টি বাণিজ্যিক ব্যাংক।