English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৬:১৭
সাপ্তাহিক ব্যবধানে

ডিএসই’র পিই রেশিও বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
ডিএসই’র পিই রেশিও বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) সপ্তাহের ব্যবধানে বেড়েছে ১.৪৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও অবস্থান করছে ১৫.২৪ পয়েন্টে। যা আগের সপ্তাহে ডিএসই’র পিই রেশিও ছিল ১৫.০২ পয়েন্ট। এই সময়ের ব্যবধানে পিই রেশিও বেড়েছে দশমিক ২২ পয়েন্ট।

পিই রেশিও অনুসারেে এক ঘরের সংখ্যাকে বিনিয়োগের জন্য নিরাপদ ধরা হয়েছে। অাবার দুই সংখ্যা ১৫ নিচ পযন্ত বিনিয়াগ নিরাপদ । সেই হিসেবে ব্যাংক খাতে বিনিয়োগ অনেকটাই নিরাপদ বলে গন্য। 

অনুসন্ধান মতে, বর্তমানে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৪ পয়েন্টে। এর পর বিমা ১০.৩,  বস্ত্র ১১.৬, জ্বালানি ও বিদ্যুৎ ১২.৪, অবকাশ ১৩, আর্থিক ১৫,  টেলিযোগাযোগ ১৮, তথ্য ও প্রযুক্তি ১৮.১, চামড়া ২৪.৪, ওষুধ ও রসায়ন ২৭, সিমেন্ট ২৭.২, প্রকৌশল ২৭.৯, খাদ্য ও আনুষাঙ্গিক ৩০.৭, বিবিধ ৩২.৬,  সেবা ও আবাসন ৩৪.৬, সিরামিক ৪৩.৭, পাট ১২০.৯ পয়েন্টে অবস্থান করছে।