English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১৫:৩৩

এনবিআরের গাড়ি থেকে গাঁজা উদ্ধার

অনলাইন ডেস্ক
এনবিআরের গাড়ি থেকে গাঁজা উদ্ধার

১৬৮ কেজি গাঁজাসহ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি গাড়ি জব্দ করেছে পুলিশ। দৈনিক সমকালের অনলাইন সংস্করণের একটি প্রতিবেদনে জানা যায়, ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ভূয়াগাঁতী এলাকা থেকে আজ শনিবার ওই গাড়িটি আটক করা হয়।

পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ওই অভিযান চালায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভাপপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালক পালিয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।