English Version
আপডেট : ২ জানুয়ারি, ২০১৬ ১২:০৫

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

প্রতিবছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিন ঢাকায় শুরু হলো ২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয়েছে মাসব্যাপী এ মেলা। বৃহস্পতিবার বিকেলে মেলা প্রাঙ্গণের পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বাণিজ্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই‘র সভাপতি আবদুল মাতলুব আহমাদসহ দেশের শীর্ষ ব্যবসায়ী ও সামরিক-বেসামরিক কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

মেলায় এবার বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান ছাড়াও পাঁচ মহাদেশ থেকে ২২টি দেশ অংশ নিচ্ছে। এর মধ্যে প্রথমবারের মতো অংশ নিচ্ছে সাতটি দেশ । অংশগ্রহণকারী দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, চীন, মালয়েশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জার্মানি, মরিশাস, ঘানা, নেপাল, হংকং, জাপান, মরক্কো, ভুটান ও সংযুক্ত আরব মোট ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট জায়গা জুড়ে মেলা মাঠে ছোট বড় মিলে ১৬৮টি প্যাভিলিয়ন ও ৩৮৭টি স্টল থাকছে। এ সবের মধ্যে ৬০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ১০টি জেনারেল প্যাভিলিয়ন, ৩টি রিজার্ভ প্যাভিলিয়ন, ৩৮টি ফরেন প্যাভিলিয়ন, ৩৬টি প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, ১৩টি জেনারেল মিনি প্যাভিলিয়ন, ৬টি রিজার্ভ মিনি প্যাভিলিয়ন, দুটি ফরেন মিনি প্যাভিলিয়ন, ৬৪টি প্রিমিয়ার স্টল, ১৬টি ফরেন প্রিমিয়ার স্টল, ২৭৫টি জেনারেল স্টল ও ২৫টি ফুড স্টল এবং পাঁচটি রেস্টুরেন্ট থাকবে।

মেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে ৩০ টাকা ও অপ্রাপ্ত বয়স্কদের ২০ টাকা। আমিরাত।মেলা ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।