English Version
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০১৫ ১৭:৩২

সপ্তাহের শেষ কার্ষদিবসে মূল্যসূচক বেড়েছে

নিজস্ব প্রতিবেদক
সপ্তাহের শেষ কার্ষদিবসে মূল্যসূচক বেড়েছে

উত্থানের হাওয়ায় লেনদেন শেষ করল দেশের উভয় পুঁজিবাজার। বৃহস্পতিবার বা সপ্তাহের শেষ দিনে উভয় স্টকের মূল্যসূচক বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র মতে, দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই মূল্যসূচক বেড়েছে ২৪.৭২ পয়েন্ট। অপর পুঁজিবাজার সিএসইতে মূল্যসূচক বেড়েছে ৩৬.৫৬ পয়েন্ট। একইসাথে উভয় পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। চলতি সপ্তাহের প্রথম দুই কার্ষদিবসে উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের পতন হয়। তবে পরের ৩দিন উভয় পুঁজিবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইর মূল্যসূচক ডিএসইএক্স ২৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬২৯.৬৪ পয়েন্টে। এর আগে বুধবার ৮.১০ পয়েন্ট বেড়েছিল। ডিএসইতে লেনদেনে হওয়া ৩২৪টি ইস্যুর মধ্যে এ দিন দর বেড়েছে ১৩৩টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। বৃহস্পতিবার ডিএসইতে ৪৩৪ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ বুধবার ছিল ৩৬৭ কোটি ৩১ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল। এ দিন কোম্পানিটির ১৮ কোটি ৭৯ লাখ ২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের হয়েছে ১৮ কোটি ৭৮ লাখ ৫৮ হাজার টাকা। ১১ কোটি ৩০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে স্কয়ারফার্মা।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে— কাশেম ড্রাইসেল, অলিম্পিক, বেক্সিমকোফার্মা, এসিআই, বেক্সিমকো, বিএসআরএম লিমিটেড।

এদিন সিএসইর সিএসসিএক্স ৩৬.৫৬ পয়েন্ট বেড়ে দিনশেষে ৮৫৭২.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৫৮ লাখ ৪৮ হাজার টাকার। যার পরিমাণ বুধবার ছিল ২০ কোটি ৫৮ লাখ ৬৮ হাজার টাকার। লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।