English Version
আপডেট : ৫ নভেম্বর, ২০২৪ ১১:৩৯

ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি, পুনরায় আহ্বায়ক আমিনুল

নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর বিএনপির নতুন কমিটি, পুনরায় আহ্বায়ক আমিনুল

ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন কমিটিতে সাবেক আহ্বায়ক আমিনুল হককে পুনরায় আহ্বায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি ও আব্দুর রাজ্জাক। এ ছাড়া সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মোস্তফা জামান।

এর আগে, ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির পুরোনো আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং সংগঠনটির নেতৃবৃন্দের মধ্যে নতুন কমিটির ঘোষণা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল।

নতুন কমিটির মাধ্যমে বিএনপি তাদের সংগঠনকে পুনর্গঠন করার লক্ষ্যে কাজ শুরু করছে।