English Version
আপডেট : ৮ জানুয়ারি, ২০২৪ ০২:৩৮

জিতলেন মেনন, হারলেন ইনু

অনলাইন ডেস্ক
জিতলেন মেনন, হারলেন ইনু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে (উজিরপুর-বানারীপাড়া) ১৪ দলীয় জোটের প্রার্থী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিজয়ী হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী একে ফাইয়াজুল হক ঈগল প্রতীক নিয়ে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

কিন্তু ১৪ দলীয় জোটের আরেক প্রার্থী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়েও হেরে গেছেন। কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বড় ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন তিনি। আসনটিতে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করে এক লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন কামারুল আরেফিন। আর ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট। টানা গত তিনবারের এমপি ইনু হেরে গেছেন ২৩ হাজার ৩৫৪ ভোটের ব্যবধানে।