English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০২৪ ২১:৫০

বিপুল ভোটে জিতলেন শাহজাহান ওমর

অনলাইন ডেস্ক
বিপুল ভোটে জিতলেন শাহজাহান ওমর

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপর শুরু হয় ভোট গণনার কাজ।

রোববার এই আসনে মোট ৫০ কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত মোট ৩৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকার প্রার্থী শাহজাহান ওমর পেয়েছেন ৯৫ হাজার ৮৩৭ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপাল ফুল প্রতীকের প্রার্থী আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬২৪ ভোট এবং লাঙল প্রতীকের প্রার্থী লায়ন এজাজুল হক পেয়েছেন ৪৩৮ ভোট।