English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৩ ২৩:১৮

শামীম ওসমানের বৈঠকে নারী রক্তাক্ত

অনলাইন ডেস্ক
শামীম ওসমানের বৈঠকে নারী রক্তাক্ত

নারায়ণগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্বাচনী উঠান বৈঠকে ঢিল ছুড়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছুড়া ঢিলে আওয়ামী লীগের কর্মী লিপি বেগম রক্তাক্ত জখম হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার পিলকুনি পাঁচতলা এলাকায় মোবারক মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান উঠান বৈঠকে বক্তব্য রাখছিলেন। এ সময় হঠাৎ শোরগোল শোনা যায়। একইসঙ্গে এক নারীকে মাথা চেপে ধরতে দেখা যায়। পরে আওয়ামী লীগ কর্মীরা তাকে সরিয়ে নিয়ে যান। একই সময় একটি টেলিভিশন চ্যানেলের ক্যামেরাপারসনের শরীরে আরেকটি ঢিল পড়ে।

এ বিষয়ে শামীম ওসমান বলেন, একটা ঢিল মারলে বুঝতাম। কিন্তু দুইটা ঢিল মারছে। এক বোনের মাথায় লাগছে, আরেকটা সাংবাদিকের গায়ে লাগছে। উঁচু থেকে মারছে। যারা কাজটা করছে তারা ভালো করেনি। আমার প্রোগ্রামে ঢিল ছুড়ে মেরেছে, কে মেরেছে বের হয়ে যাবে। এক বোন আমার নির্বাচনী প্রচারণায় এসে আহত হয়েছেন। অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্‌ নিজাম বলেন, ঢিলে আমাদের এক নারী কর্মী আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঢিল কে মেরেছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

ফতুল্লা থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়া বলেন, আমি আপনার (সাংবাদিক) কাছেই ঘটনাটি প্রথম শুনলাম। এ ঘটনায় কেউ অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।