English Version
আপডেট : ৫ ডিসেম্বর, ২০২৩ ২২:০৯

সাংবাদিকদের প্রশ্নে ক্ষেপলেন শাহজাহান ওমর

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের প্রশ্নে ক্ষেপলেন শাহজাহান ওমর

বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান ওমর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা আড়াইটায় তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাত করতে নির্বাচন কমিশন ভবনে আসেন।

নাশকতার মামলায় বিএনপির ৩ নেতা গ্রেপ্তার‌‘নির্বাচন ভবনে কেন এসেছেন’ এই বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শাহজাহান ওমর খেপে যান। বলেন, ইসিতে কেন এসেছি আপনাকে কেন বলব? আমি কেন এসেছি, এই বিষয়ে আপনাদের জবাবদিহিতা করতে হবে? আমি এমনিতেই ঘুরতে এসেছি, আপনাদের দেখতে এসেছি।

কয়েকজন সাংবাদিক তার ফটো তুলতে চাইলেও রেগে যান তিনি। আপনি আইন লঙ্ঘন করেছেন কি না? এই প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, আপনি আইন জানেন? কে বলল আমি আইন ভেঙেছি।

সোমবার নিজের নির্বাচনী এলাকায় গিয়ে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সভা করেন সদ্য বিএনপি ছাড়া এই নেতা। সেখানে তার কোমরে পিস্তল দেখা গেছে। আর তার পাশে বন্দুক হাতে বসে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজী। এ ঘটনায় আচরণবিধি লঙ্ঘন করায় নির্বাচন অনুসন্ধান কমিটি তাকে শোকজ করে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঝালকাঠি-১ আসনে নির্বাচন কমিশনের গঠন করা অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ আদেশ দেন।

ইসি জানায়, আপনি (শাহজাহান ওমর) নির্বাচনী এলাকায় সমাবেশে যোগদান করেন এবং বক্তব্য দেন। এ সময় আপনার পাশে বন্দুক হাতে একজনকে বসে থাকতে দেখা যায়। যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর অধীনে ৬ (ক) (গ) ও বিধি ১২ লঙ্ঘনের শামিল। তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণসহ নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠানো হবে না, সে মর্মে আগামী বুধবারের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার বিএনপির সদ্য বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান ওমর বীর উত্তমের ইসিতে যাওয়া প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ওটা আমার কোনো বিষয় না।