English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৫৮

১৮ ফেব্রুয়ারি সব মহানগরে বিএনপির পদযাত্রা

অনলাইন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি সব মহানগরে বিএনপির পদযাত্রা

ইউনিয়ন পর্যায়ের পদযাত্রা করার পর আগামী ১৮ই ফেব্রুয়ারি সারাদেশে মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ (রোববার) ঢাকায় দ্বিতীয়দফা পদযাত্রা থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এসময় দলটির নেতারা জানান, যত হামলা-নির্যাতন চলুক পদযাত্রা কর্মসূচিতে শক্তি সঞ্চয় করে আরও বড় আন্দোলনে সরকারের পতন নিশ্চিত করা হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রতিহত করার ঘোষণাও দেন তারা।

বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে প্রথম ধাপে পদযাত্রা করার পর ঢাকায় দ্বিতীয় দফায় পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার শ্যামলী থেকে বছিলা মোড় পর্যন্ত পদযাত্রার আয়োজন করে বিএনপির ঢাকা মহানগর উত্তর শাখা।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি নেতারা বলেন, সাধারণ মানুষের সমস্যা সমাধানে দৃষ্টি নেই সরকারের। ক্ষমতা আকড়ে থাকতে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কারচুপির নির্বাচন করতে চাইছে বলেও অভিযোগ তাদের।

প্রধান অতিথির বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। মহানগর পর্যায়ে পদযাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।

শ্যামলী ক্লাব মাঠের সামনে থেকে শুরু হয় পদযাত্রা। মিছিলটি রিংরোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বছিলা মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি’র পক্ষ থেকে জানানো হয়, শনিবার সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচিতে হামলা চালিয়ে পাঁচ শতাধিক নেতাকর্মীকে আহত ও দুই শতাধিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।