English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৩ ১৯:৫৭

মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন

অনলাইন ডেস্ক
মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করে প্রজ্ঞাপন

ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ সংসদ সদস্য মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয় থেকে মঙ্গলবার এ প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।

গত ১৩ জানুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে মনোনীত করা হয়।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় গেলে জিল্লুর রহমানকে সংসদ উপনেতা নির্বাচিত করা হয়। ২০০৯ সালে তিনি প্রথমে উপনেতার দায়িত্বে ছিলেন। পরে তিনি শপথ নেন রাষ্ট্রপতি হিসেবে। তখন সংসদ উপনেতা হন সৈয়দা সাজেদা চৌধুরী। টানা তিন মেয়াদে আওয়ামী লীগের ক্ষমতায় তিনি ছিলেন সংসদ উপনেতা। গত ১১ সেপ্টম্বর তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। তার মৃত্যুতে উপনেতার পদ শূন্য হয়।