English Version
আপডেট : ১৪ জুলাই, ২০২২ ১৩:২৪

বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক
বিএনপি নেতাদের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের রুদ্ধদ্বার বৈঠক

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলি। আজ বুধবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টার এই রুদ্ধদ্বার বৈঠক হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ছিলেন। গতকাল মঙ্গলবার জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক সমন্বকারী গোয়েন লুইসের সাক্ষাতের পরের দিন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের এই সাক্ষাৎ হলো।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে দ্বি-পাক্ষিক সম্পর্ক এবং সেই সম্পর্কে মধ্যে যে প্রাসঙ্গিক বিষয়গুলো আছে, সেই সব প্রাসঙ্গিক বিষয়ের ওপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি।’ সেই প্রাসঙ্গিক বিষয়গুলোর বিষয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।