English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:০৫

দিল্লির হাসপাতালে যাচ্ছেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
দিল্লির হাসপাতালে যাচ্ছেন ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতের দিল্লি যাচ্ছেন। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাসের টিপু।

তিনি বলেন, মন্ত্রী রুটিন চেকআপের জন্য আজ দুপুর ১২টার দিকে ভারতের দিল্লি যাবেন। দিল্লির মেজেন্টা হাসপাতালে তার শারীরিক চেকআপ করার কথা রয়েছে। তবে কবে নাগাদ দেশে ফিরবেন, সেটি নিশ্চিত নয়।