English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০২২ ০৯:২৮

হঠাৎ সিলেটে গেলেন ডা. মুরাদ

অনলাইন ডেস্ক
হঠাৎ সিলেটে গেলেন ডা. মুরাদ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান হঠাৎ করেই সিলেট সফরে গিয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ৮টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডা. মুরাদ। জানা গেছে, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে একই ফ্লাইটে তিনি সিলেট গিয়েছেন।

সিলেটে যাওয়ার পর থেকে তিনি একরকম চুপচাপ আছেন। তিনি শাহাজালালের (র.) মাজার জিয়ারতের উদ্দেশে সিলেট গিয়েছেন। সিলেটের সার্কিট হাউসে অবস্থান করবেন ডা. মুরাদ বলে জানা গেছে।