English Version
আপডেট : ১১ অক্টোবর, ২০২১ ১১:০০

১৬-২২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সিপিবির

অনলাইন ডেস্ক
১৬-২২ অক্টোবর দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি সিপিবির

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আগামী ১৬ থেকে ২২ অক্টোবর চাল, ডাল, তেল, আটা, চিনি, পেঁয়াজ, রসুন, সবজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দিয়েছে। ‘দাম কমাও জান বাঁচাও’ স্লোগান নিয়ে রাজধানীসহ সব জেলা-উপজেলায় হাটসভা, পথসভা ও কাঁচাবাজারের সামনে এই বিক্ষোভ হবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রবিবার (১০ অক্টোবর) এ কর্মসূচি জানানো হয়। সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।