English Version
আপডেট : ৪ অক্টোবর, ২০২১ ১৯:০৭

কোনো পদ-পদবীর জন্য রাজনীতিতে আসিনি: ইশরাক

অনলাইন ডেস্ক
কোনো পদ-পদবীর জন্য রাজনীতিতে আসিনি: ইশরাক

কোনো পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্য রাজনীতিতে আসিনি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার আগে গোপিবাগে নিজ বাসার সামনে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন। ইশরাক বলেন, আমি ব্যক্তিগত কাজে দেশের বাইরে গিয়েছিলাম। অনেক জায়গায় মিথ্যা সংবাদ এসেছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোনো পদ-পদবী, এমপি, মন্ত্রী, মেয়র কোনো কিছুর জন্য রাজনীতিতে আসিনি। আমি রাজনীতিতে আসছি যখন দেশে চরম সংকট, মানুষের কোন অধিকার নেই। আজীবন মানুষের কল্যানে, অধিকার আদায়ে রাজপথে থাকবো। তিনি বলেন, এই ঢাকার মাটিতে আমার জন্ম, এই ঢাকার মাটিতে আমার বাবার কবর। জীবন থাকতে এই ঢাকার মাটি ছাড়বো না। যদি মৃত্যুও হয় ঢাকার রাজপথেই যেনো হয়।

উল্লেখ্য কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরে আজ প্রথম নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে পার্টি অফিসের সামনে দেখার সাথে সাথে কয়েক শতাধিক নেতাকর্মী চিৎকার দিয়ে স্লোগান শুরু করেন। তারা বলেন, ‘ইশরাক ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নায়’, ‘খোকার পুত্র ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নায়’। এ সময় ইশরাক হোসেন পার্টি অফিসের সামনের রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দেয়া নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি পার্টি অফিসের ভিতরে ঢুকে যান।পার্টি অফিসের সামনে স্লোগান দেয়া ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিনের যুগ্ম আহ্বায়ক রমজান ভুঁইয়া বলেন, অবিভক্ত ঢাকার মেয়র, গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ও ঢাকার রাজপথের আন্দোলনের সিংহ পুরুষ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন দেশে ফিরে আজ পার্টি অফিসে এসেছেন। আমাদের মধ্যে উৎসাহ-উদ্দিপনা কাজ করছে। আমরা সাহস পাচ্ছি। মনে হচ্ছে পুলিশ ধরে নিয়ে যাওয়া ধরলে আমাদের টেনে রেখে দেয়ার মতো একজন সাহসী মানুষ ঢাকায় আছেন। উল্লেখ্য পারিবারিক কাজে কয়েক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত পরশু দিন দেশে ফিরেছেন অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পুত্র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।