English Version
আপডেট : ১৬ আগস্ট, ২০২১ ১৮:২১

আই‌সিইউ‌তে রওশন এরশাদ

অনলাইন ডেস্ক
আই‌সিইউ‌তে রওশন এরশাদ

শারী‌রিক অবস্থার অবন‌তি হওয়ায় সংস‌দের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আইসিইউতে স্থানান্তর করা হ‌য়েছে। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার (১৬ আগস্ট) তিনি গণমাধ্যমকে বলেন, ‘পরশু রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’ রওশন এরশাদের পুত্র রাহ্গীর আলমাহি সাদ এরশাদ তার আরোগ্য কামনায় দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। উল্লেখ্য, রওশন এরশাদের করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধিজনিত সমস্যা রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।