English Version
আপডেট : ২৮ জুলাই, ২০২১ ১৬:৪৯

ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন করেছে বিএনপি

অনলাইন ডেস্ক
ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন করেছে বিএনপি

করোনা সংক্রমণ রোধে সাধারণ জনগণকে ভ্যাকসিনের আওতায় আনতে ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্ভোধন করেছে বিএনপি। বুধবার (২৮ জুলাই) সকালে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌর বিএনপি উদ্যোগে এই ভ্যাকসিন রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্ভোধন করা হয়। উক্ত রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্ভোধন অনুষ্ঠানে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মশিউর রহমান বিপ্লব।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির সদস্য নুর হোসেন সেলিম, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম-আহবায়ক বাবু তপন কর, পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঁইয়া, যুগ্ম-আহবায়ক খুরশীদ আলম, সদর উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল হক প্রমুখ।