English Version
আপডেট : ১৩ জুলাই, ২০২১ ১৬:৫৯

সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক
সাবেক এমপি আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ও ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বুধবার (১৩ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মান্নানের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।

সম্পর্কিত খবরবিধিনিষেধ শিথিল করায় ক্ষমা চাইলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী৩২০০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা প্রধানমন্ত্রীরনেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর দেউবামঙ্গলবার সকালে ৭৫ বছর বয়সী সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র এবং আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন ।

আব্দুল মান্নানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আব্দুল মান্নান রাজনৈতিক অঙ্গনে ছিলেন উজ্জ্বল নক্ষত্র। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত তার রাজনীতির বিস্তার ঘটে। তার মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শূন্যতার সৃষ্টি হলো। তিনি ১৯৭৬ সালে শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। টানা তিনবার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এরপর কালীগঞ্জ পৌরসভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৯৩ সাল থেকে তিনি দুইবার কালীগঞ্জ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এছাড়া ১৯৯৬ ও ২০০১ সালে বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ঝিনাইদহ-৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে পরাজিত হন। এরপর তিনি ২০০৮ সালে আবারও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে জয়লাভ করেন। এছাড়া তিনি ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।