English Version
আপডেট : ২৪ জুন, ২০২১ ১৫:৪৭

পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াসাকে বিএনপির স্মারকলিপি

অনলাইন ডেস্ক
পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াসাকে বিএনপির স্মারকলিপি

পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা ওয়াসাকে স্মারকলিপি দিয়েছেন বিএনপির ঢাকা মহানগরের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (২৪ জুন) পানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ওয়াসায় স্মারকলিপি প্রদান করা হয়। ওয়াসার পক্ষ থেকে স্মারকলিপি গ্রহণ করেন সংস্থাটির প্রধান নিরাপত্তা কর্মী মো. মাকসুদুল হক।

তিনি বলেন, স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে। স্মারকলিপি প্রদানের পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, ঢাকা ওয়াসার পানির আরেক নাম মরণ।

তিনি বলেন, পানির বিল অন্যায়ভাবে বাড়ানো হয়েছে। গত ১৩ বছরে ১৪ বার ওয়াসা পানির বিল বাড়িয়েছে। এই পানির বিল ছিল ৬ টাকা ৪ পয়সা। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ১ হাজার লিটার পানির বিল হবে ১৫ টাকা ১৮ পয়সা। তীব্র ভাষায় এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি একদিনের জন্য ওয়াসার এক গ্লাস পানি খান, খাওয়ার এক ঘণ্টার মধ্যে আপনি যদি চিকিৎসকের শরণাপন্ন না হন তাহলে রাজনীতি ছেড়ে দেব।

এসময় ঢাকা মহানগরবাসীর পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা পানির দাম বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই গণবিরোধী সিদ্ধান্ত বাতিল এবং ঢাকা ওয়াসার দুর্নীতি, লুটপাট, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করে সকল নগরবাসীর জন্য নিরবচ্ছিন্নভাবে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহের জোর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে পানির দাম বৃদ্ধিকে অযৌক্তিক ও গণ-বিরোধী উল্লেখ করে বলা হয়, নিরবচ্ছিন্নভাবে সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব ও কর্তব্য কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, ওয়াসা কর্তৃপক্ষ সেটি করতে ব্যর্থ হয়েছে। বারবার অযৌক্তিকভাবে পানির দাম বৃদ্ধি করা সরকারের ধারাবাহিক কর্মকাণ্ডে পরিণত হয়েছে। কিন্তু নগরবাসীর জন্য সুপেয় ও নিরাপদ পানি সরবরাহ করতে পারেনি।