English Version
আপডেট : ২২ জুন, ২০২১ ১৩:৪৪

বাসায় ফিরলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
বাসায় ফিরলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসক জানিয়েছে করোনা থেকে মুক্ত হয়ে বাসায় ফিরলেও দেশনেত্রী খালেদা জিয়া এখনো শঙ্কামুক্ত নন। মঙ্গলবার (২২ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, কোভিড পরবর্তী বেশ কিছু জটিলতায় ভুগছেন তিনি। উনার পোস্ট কোভিড জটিলতা থেকে কিছুটা উন্নতি হয়েছে। এটাকে বড় ধরনের উন্নতি বলার সুযোগ নেই। তাই তাকে এখনি বিপদমুক্ত বলা যাচ্ছে না।

ফখরুল বলেন, দেশে অপরাধ প্রচন্ডরকমে বেড়ে গেছে, খুন হচ্ছে, ডাকাতি হচ্ছে, ধর্ষণ হচ্ছে এবং ব্যাংকগুলো লুটপাট হচ্ছে। পত্রিকায় দেখলাম বাংলাদেশ ব্যাংকে যে হাইজ্যাক হয়েছে তা ব্যাংকের যন্ত্রের ত্রুটির হাইজ্যাকাররা হাইজ্যাক করতে সক্ষম হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার যারা জনগণের দ্বারা নির্বাচিত নয়, এদের রাষ্ট্রের ওপর কোন কর্তৃত্ব নেই। পুলিশ তাদের কথা শুনেনা, আনসার তাদের কথা শুনেনা, প্রশাসন তাদের কথা শুনেনা, সরকারি মন্ত্রণালয় তাদের কথা শুনেনা, স্বাস্থ্যমন্ত্রণালয় তাদের কথা শুনে না। যার যা ইচ্ছে তাই করছে।

দেশে করোনা ভাইরাসের টিকা আবিষ্কারের জন্য অবিলম্বে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।